আবদুস সালাম শেখ - সালথা, ফরিদপুর
৬৫৬৩. প্রশ্ন
আমার এক প্রতিবেশী কৃষি কাজ করে। তার খেতে অনেক পেঁয়াজ উৎপন্ন হয়। গত দুই মাস আগে আমি তাকে সত্তর হাজার টাকা দিই যে, তিন মাস পর সে আমাকে আশি মন পেঁয়াজ দেবে। কিন্তু আমি প্রায় এক সপ্তাহ যাবৎ হার্টের সমস্যায় ভুগছি। চিকিৎসার জন্য আমার বেশ কিছু টাকার প্রয়োজন। তাই আমার এক চাচাতো ভাই থেকে আমি এই শর্তে চল্লিশ হাজার টাকা ঋণ নিই যে, ঐ কৃষক আমাকে যে আশি মন পেঁয়াজ দেবে চাচাতো ভাই তা থেকে ঋণের বিনিময়ে পঞ্চাশ মন পেঁয়াজ নিবে। ক্যাশ টাকা নিবে না।
মুহতারামের কাছে জানতে চাই যে, চাচাতো ভাইয়ের সাথে আমার উক্ত চুক্তিটি কি সহীহ হয়েছে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর
আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার উক্ত চুক্তিটি সহীহ হয়নি। কেননা আপনাদের এ লেনদেনটি মূলত কৃষক থেকে অগ্রিম চুক্তিতে ক্রয়কৃত পেঁয়াজের বিক্রি চুক্তি। আর পণ্যের আগাম ক্রয়-বিক্রয় চুক্তিতে ক্রয়কৃত পণ্য হস্তগত করার পূর্বে তা অন্যত্র বিক্রি করা জায়েয নয়। সুতরাং এক্ষেত্রে আপনার কর্তব্য হল চল্লিশ হাজার টাকাই চাচাতো ভাইকে ফেরত দেওয়া।
-আলমাবসূত, সারাখসী ১২/১৬৩; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৩/১৩৩; বাদায়েউস সানায়ে ৪/৩৪৩; আলবাহরুর রায়েক ৬/১৬৪; আদ্দুররুল মুখতার ৫/২১৮