রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

নাহীদ - বরিশাল

৬৫৫৯. প্রশ্ন

আমাদের মসজিদের ৭ তলা ভবন নির্মাণের কাজ চলছে। মসজিদের ক্যাশিয়ার সাহেব কাজে প্রচুর সময় দেওয়ায় তার ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি হচ্ছে। এজন্য সে এ দায়িত্ব ছেড়ে দিয়ে অন্য কারো ওপর অর্পণ করতে চাচ্ছে। কিন্তু তার মতো এমন বিশ্বস্ত ও যোগ্য লোক আরেকজন খুুঁজে পাওয়া খুবই কঠিন। এজন্য মুতাওয়াল্লীসহ মসজিদ কমিটি চাচ্ছে, ক্যাশিয়ারের জন্য মসজিদ ফান্ড হতে কিছু বেতন ধার্য করে দিতে। যাতে তার ব্যবসায়িক কাজের ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি মসজিদের কাজে আরো সময় দিতে পারেন।

মুহতারাম মুফতী সাহেবের কাছে আমরা জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে আমাদের এ কাজটি কেমন? তা জায়েয হবে কি? আশা করি, জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী মসজিদের নির্মাণ কাজের তদারকির জন্য ক্যাশিয়ার সাহেবকে দায়িত্ব দেওয়া এবং এজন্য ন্যায্য পারিশ্রমিক ধার্য করা জায়েয হবে। আর তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হলে তার দায়িত্ব ও কর্তব্যও নির্ধারিত করে দিতে হবে।

-ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৯৬; আলমুহীতুল বুরহানী ৯/১৩৬; ফাতহুল কাদীর ৫/৪৫০; আলইসআফ, পৃ. ১৬৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন