রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

ফয়সাল - ঢাকা

৬৫৫৭. প্রশ্ন

হুজুর, আমি ধুমপান করতাম। কোনোভাবে তা ছাড়তে পারছিলাম না। একবার কসম করে বলি, আমি আর ধূমপান করব না, কিন্তু কিছুদিন পর আবার ধূমাপন শুরু করি এবং এরপর চার দিন ধূমপান করে ফেলি। জানার বিষয় হল, এক্ষেত্রে আমাকে কয়টি কাফফারা দিতে হবে?

উত্তর

উক্ত কসমের পর কয়েকবার ধূমপান করলেও এক্ষেত্রে আপনার ওপর একটি কাফফারাই ওয়াজিব হয়েছে। একাধিকবার ধূমপান করার কারণে একাধিক কাফফারা আবশ্যক হয়নি।

আর কসমের কাফফারা হল, দশজন মিসকিনকে দুইবেলা খাওয়ানো অথবা তাদের প্রত্যেককে একজোড়া কাপড় দেওয়া। কিংবা এগুলোর মূল্য দেওয়া। এর সামর্থ্য না থাকলে লাগাতার তিন দিন রোযা রাখা।

উল্লেখ্য, ধূমপান এমনিতেই নাজায়েয। এটি স্বাস্থ্যগত ক্ষতির পাশাপাশি অন্যের জন্য কষ্টের কারণও। তাই তা থেকে বিরত থাকা এমনিতেই জরুরি। উপরন্তু ধূমপান না করার ব্যাপারে কসম করার পর তা ভঙ্গ করা অধিক অন্যায় কাজ হয়েছে। এজন্য তওবা-ইস্তেগফার করতে হবে। এবং সামনে তা আর কিছুতেই খাবে না।

-আলবাহরুর রায়েক ৪/৩৬৮; আদ্দুররুল মুখতার ৩/৭২৫, ৮৪৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৩৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন