জাবের - নোয়াখালী
৬৫৫৫. প্রশ্ন
আমাদের এলাকায় এক নারীকে তার স্বামী গর্ভাবস্থায় তালাক প্রদান করে। ঐ সময়ে সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। তালাকের পর ঐ নারী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তার গর্ভস্থ শিশুটি নষ্ট হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার গর্ভপাত করানো হয়। ততদিনে গর্ভের (প্রায় পাঁচ মাসের) শিশুটির হাত পায়ের কিছুটা আকৃতি চলে এসেছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এমতাবস্থায় ঐ মহিলার ইদ্দতের কী হুকুম? তার ইদ্দত কীভাবে শেষ হবে? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে গর্ভস্থ সন্তানের যেহেতু অঙ্গপ্রত্যঙ্গের আকৃতি চলে এসেছিল। তাই এই গর্ভপাতের দ্বারাই মহিলাটির ইদ্দত শেষ হয়ে গেছে। তাবেয়ী হারেছ রাহ.-কে গর্ভবতী তালাকপ্রাপ্তা বা বিধবা নারীর ইদ্দত সম্পর্কে প্রশ্ন করা হয়, যার গর্ভস্থ সন্তান পূর্ণ আকৃতি লাভের আগেই গর্ভপাত হয়ে গেছে। উত্তরে তিনি বলেন-
إذَا اسْتَبَانَ مِنْهُ شَيْءٌ حَلَّتْ لِلزَّوْجِ.
যদি গর্ভস্থ সন্তানের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে থাকে, তাহলে (এর দ্বারা মহিলাটির ইদ্দত পূর্ণ হয়ে যাবে এবং এর পরই) অন্য স্বামীর সাথে তার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১৯৬২৩)
-কিতাবুল আছল ৪/৪১৫; বাদায়েউস সানায়ে ৩/৩১০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৫২৯; রদ্দুল মুহতার ৩/৫১১