রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

হাবীবুর রহমান - খুলনা

৬৫৫৪. প্রশ্ন

আমার একমাত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করার সময় তার মা ইন্তেকাল করে। বাচ্চা এখন আমাদের ঘরেই। আমার এক বোন (যে বাচ্চার মামিও হয়) চাচ্ছে, সে-ই তাকে লালনপালন করবে। অন্যদিকে বাচ্চার এক বিধবা খালা তাকে নিতে চাচ্ছে। তার স্বামী মারা গিয়েছে প্রায় দুই বছর আগে। তো আমি নিশ্চিত যে, উভয়ে সুন্দরভাবে লালনপালন করবে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে কে বেশি হকদার? দয়া করে জানিয়ে বাধিত করবেন। উল্লেখ্য, বাচ্চার কোনো বোন নেই এবং দাদি  নানিও দুনিয়াতে নেই।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটির খালাই তাকে লালনপালন করার অধিক হকদার। কেননা শরীয়তের দৃষ্টিতে শিশুর লালনপালনের ক্ষেত্রে ফুফুর চেয়ে খালা অগ্রগণ্য। অবশ্য শিশুটির খালা যদি তাকে লালনপালনের হক ছেড়ে দেয় বা শিশুর মাহরাম নয় এমন কারো সাথে তার বিবাহ হয়, সেক্ষেত্রে শিশুর ফুফু বিবাহিত হলেও ফুফু যেহেতু তার মাহরামের অর্থাৎ মামার স্ত্রী, তাই সেক্ষেত্রে খালার পরিবর্তে এই ফুফু তাকে লালনপালনের হকদার হবে।

-কিতাবুল আছল ১০/৩৫২; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/৩২১, ৩২৭; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭; আলবাহরুর রায়েক ৪/১৬৮; আদ্দুররুল মুখতার ৩/৫৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন