রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

উম্মে আফনান - উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৬৫৪৬. প্রশ্ন

চিকিৎসার উদ্দেশ্যে কয়েকদিন আগে স্বামীর সাথে আমি ঢাকায় ভাইয়ের বাসায় এসে উঠি। প্রথমে আমরা মনে করেছিলাম ১ সপ্তাহ বা ১০ দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। তাই শুরু থেকেই কসর পড়ছিলাম। ঢাকায় অবস্থানের দ্বিতীয় দিন আমার স্বামী হাসপাতাল থেকে রাতে ফিরে এলে কথা প্রসঙ্গে বললেন, ‘আমাদের আরো দুই সপ্তাহেরও বেশি ঢাকায় থাকতে হবে।এজন্য সেদিন যোহর থেকেই উনি পূর্ণ নামায পড়ছিলেন। এদিকে আমি বিষয়টি না জানার কারণে সেদিন যোহর, আসরও কসর পড়েছি। মুহতারাম হুজুরের কাছে আমার জানার বিষয় হল, এমতাবস্থায় এ দুই ওয়াক্তে (যোহর ও আসরে) আদায়কৃত আমার কসর নামায কি সহীহ হয়েছে, নাকি এখন এ দুই ওয়াক্তের নামায পূর্ণ চার রাকাত করে কাযা করতে হবে? আশা করি উত্তর জানিয়ে বাধিত করবেন।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু আপনার স্বামীর ঢাকাতে দুই সপ্তাহের বেশি অবস্থানের নিয়ত সম্পর্কে অবগত ছিলেন না, তাই উক্ত দুই ওয়াক্তের নামায আপনার কসর পড়া সহীহ হয়েছে। সুতরাং তা পুনরায় পড়তে হবে না।

-বাদায়েউস সানায়ে ১/২৭৬; আলমুহীতুর রাযাবী ১/৩৮০; আলবাহরুর রায়েক ২/১৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৪১; আদ্দুররুল মুখতার ২/১৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন