রবিউল আউয়াল ১৪৪৬ || সেপ্টেম্বর ২০২৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম - মুরাদ নগর, কুমিল্লা

৬৫৪২. প্রশ্ন

এক মহিলার প্রতি মাসে হায়েয আসে তিন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত। মোট সাত দিন। কিন্তু এই মাসে অনেক উলট-পালট হয়ে যায়। তিন তারিখে এক দিন হায়েয আসার পরই বন্ধ হয়ে যায়। দশ দিনের ভেতর আর আসেনি। এসেছে বারোতম দিন। তখন তিন দিন এসে আবার বন্ধ হয়ে যায়। বিশ নম্বর দিন আবার আসে। এখনো এভাবে চলছে। আজ বাইশ নম্বর দিন।

জানার বিষয় হল, এই মহিলার কোন্ দিনগুলো হায়েয গণ্য হবে। আর কোন্ দিনগুলো ইসতেহাযা? নাকি সবগুলোই ইসতেহাযা গণ্য হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে তিন তারিখে রক্ত দেখার পর এক দিন পরই তা বন্ধ হয়ে গেলেও যেহেতু ১৫ দিনের আগেই ১২তম দিনে আবার রক্ত দেখা গেছে, তাই মাঝের এই দিনগুলোতে রক্ত দেখা না গেলেও প্রথম যেদিন রক্ত দেখেছে সেদিন থেকে আগের অভ্যাস অনুযায়ী মোট সাত দিন অপবিত্রতা তথা হায়েয গণ্য করবে। আর এর পর থেকে বাকি দিনগুলো ইসতেহাযা গণ্য করবে। সুতরাং বাকি দিনগুলোতে স্রাব দেখা দিলেও তখন নামায পড়তে হবে।

Ñকিতাবুল আছল ২/১৪; আলমাবসূত, সারাখসী ৩/১৫৪, ১৭৯; আলমুহীতুর রাযাবী ২/৯৪; ফাতহুল কাদীর ১/১৫৩; আদ্দুররুল মুখতার ১/২৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন