সফর ১৪৪৬ || আগস্ট ২০২৪

মারুফ বিল্লাহ - যশোর

৬৫৩৭. প্রশ্ন

গত বছর আমার বাবা ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি আমাকে ডেকে দুটি ওসিয়ত করেন। আমি যেন প্রতি মাসে তার জন্য এক খতম কুরআন তিলাওয়াত করি। আর সামর্থ্য থাকলে প্রতি বছর নিজ খরচে তার পক্ষ থেকে কুরবানী করি। আমি বাবার ওসিয়ত পালনার্থে এ বছর তার পক্ষ থেকে কুরবানী করার নিয়ত করেছি। হুযুরের কাছে জানতে চাই, উক্ত কুরবানীর গোশত আমরা খেতে পারব কি?

উত্তর

এ কুরবানীর গোশত আপনারা নিজেরাও খেতে পারবেন। এর গোশত সদকা করে দেওয়া আবশ্যক নয়। কেননা বাবার কথা অনুযায়ী পরবর্তীতে কুরবানী করলেও এটি মূলত ছেলের নিজের সম্পদ দ্বারা তার পিতার পক্ষ থেকে ঈসালে সওয়াবের কুরবানী। বাবার সম্পদ দ্বারা তার ওসিয়তের কুরবানী নয়। অতএব এ কুরবানীর গোশতের হুকুম সাধারণ কুরবানীর মতোই। তেমনি এর গোশত ধনী-গরীব যে কাউকেই দিতে পারবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭৪; ফাতাওয়া খানিয়া ৩/৩৫২; রদ্দুল মুহতার ৬/৩২৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন