সফর ১৪৪৬ || আগস্ট ২০২৪

সাদেকুল ইসলাম - মোমেনশাহী

৬৫৩৫. প্রশ্ন

এক ব্যক্তি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে তার মোটর সাইকেলটি আমার নিকট বন্ধক রাখে। আমি তার সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তার মোটর সাইকেলটি অন্যদের নিকট ভাড়া দিয়ে কিছু টাকা আয় করি। পরবর্তীতে সে ঋণ পরিশোধ করে দিলে মোটর সাইকেলটি তাকে ফেরত দিয়ে দেই।

আমার জানার বিষয় হল, এই মোটর সাইকেলটি দ্বারা অর্জিত টাকা ভোগ করা কি আমার জন্য জায়েয হবে, নাকি তা মালিককে ফেরত দিয়ে দিতে হবে?

উত্তর

ঋণদাতার জন্য বন্ধকী বস্তু ভাড়া দিয়ে বা অন্য কোনোভাবে তা থেকে উপকৃত হওয়া জায়েয নয়; তা সুদের অন্তর্ভুক্ত। তাই মোটর সাইকেলটি দ্বারা অর্জিত টাকা ভোগ করা আপনার জন্য জায়েয হবে না। আর আপনি যেহেতু বন্ধকদাতার অনুমতি ছাড়াই তার মোটর সাইকেলটি অন্যদের নিকট ভাড়া দিয়েছেন, তাই তা থেকে উপার্জিত সকল টাকা সদকা করে দিতে হবে। মোটর সাইকেলের মালিকও তা ভোগ করতে পারবে না।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৫০৭১; কিতাবুল আছল ৩/২২৭; আলমুহীতুর রাযাবী ৮/৩৮৩; ফাতাওয়া খানিয়া ৩/৫৯৬; রদ্দুল মুহতার ৬/৫২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন