সফর ১৪৪৬ || আগস্ট ২০২৪

নাইমুদ্দীন - চট্টগ্রাম

৬৫২৬. প্রশ্ন

কিছুদিন আগে এক মসজিদে আমার খালাতো ভাইয়ের বিবাহের আকদ হয়। আকদের মজলিসে যদিও উভয়পক্ষের মুরব্বিগণ ও মসজিদের অন্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। কিন্তু নির্দিষ্ট করে কাউকে সাক্ষী বানানো হয়নি। অবশ্য পরে কাবিননামাতে আকদের সময় উপস্থিত ছিলেন এমন দুইজন সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি, আকদের সময় নির্দিষ্ট করে সাক্ষী বানানো কি জরুরি? এ বিয়েতে নির্দিষ্ট করে সাক্ষী না বানানোর কারণে কোনো সমস্যা হবে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

না, নির্দিষ্ট করে কাউকে সাক্ষী না বানানোর কারণে কোনো সমস্যা হয়নি। উক্ত বিবাহ সহীহভাবেই সম্পন্ন হয়েছে। কেননা বিবাহের আকদ সহীহ হওয়ার জন্য নির্দিষ্ট করে সাক্ষী বানানো জরুরি নয়; বরং বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হল সাক্ষী উপস্থিত থাকা। পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধি ছাড়া আকদের মজলিসে প্রাপ্তবয়স্ক যারাই উপস্থিত থাকবে, তারা সকলেই সাক্ষী গণ্য হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আকদের মজলিসে উপস্থিত যারাই ইজাব-কবুল শুনেছে। তারা সবাই উক্ত বিবাহের সাক্ষী। সুতরাং এ নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।

-আলমুহীতুর রাযাবী ৩/৫৮; আদ্দুররুল মুখতার ৩/২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন