বিনতে মুহসিন - চট্টগ্রাম
৬৫২৫. প্রশ্ন
বিবাহের সময় আমার মোহর ধার্য হয় আশি হাজার টাকা। আমার ইচ্ছা ছিল, মোহর আরেকটু বেশি ধার্য হোক। কিন্তু মুরব্বিদের সিদ্ধান্তের বাইরে কথা বলার আমার কোনো সাহস ছিল না। যাইহোক, উক্ত মোহরেই আমার আকদ সম্পন্ন হয়ে যায়। বিবাহের মাসখানেক পর আমার স্বামীকে বিষয়টি খুলে বলি। তিনি তখন বললেন, তোমার কী পরিমাণের ইচ্ছা ছিল?
আমি বললাম, কমপক্ষে দেড় লাখ টাকা।
তিনি বললেন, ঠিক আছে, তোমার মোহর আমি দেড় লাখই করে দিলাম। বাকি টাকা পরবর্তী দুই মাসের মধ্যে আদায় করে দেব।
আমার জানার বিষয় হল, বাস্তবেই কি বিবাহ-পরবর্তী সময়ে মোহর হিসেবে বর্ধিত অংক আমি পাওয়ার অধিকার রাখি? উক্ত অংক কি মোহরের মধ্যে গণ্য হবে?
উত্তর
আকদ সম্পন্ন হওয়ার পরও স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মতিতে মোহর বৃদ্ধি করতে পারে এবং সেক্ষেত্রে বর্ধিত মোহর স্বামীর ওপর পরিশোধ করা আবশ্যক হয়ে যায়। সুতরাং আপনার স্বামী যদি স্বতঃস্ফূর্তভাবেই আপনার মোহর বৃদ্ধির প্রস্তাবটি গ্রহণ করে এবং ৮০ হাজার টাকার পরিবর্তে মোহর দেড় লাখ টাকা নির্ধারণ করে দেয়, তাহলে বর্ধিত ৭০ হাজার টাকাও মোহরের মধ্যে গণ্য হবে। সুতরাং আপনি বর্ধিত ঐ টাকা মোহর হিসাবে পাওয়ার পূর্ণ অধিকার রাখেন।
-কিতাবুল আছল ১০/২৪০; মুখতাসারুত তাহাবী, পৃ. ১৮৮; বাদায়েউস সানায়ে ২/৫৮৩; মাজমাউল আনহুর ১/৫১৩; আদ্দুররুল মুখতার ৩/১১১