সফর ১৪৪৬ || আগস্ট ২০২৪

রাশেদ - নারায়ণগঞ্জ

৬৫২০. প্রশ্ন

আমাদের বাড়ি নারায়ণগঞ্জ। আমাদের কিছু আত্মীয়-স্বজন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকেন। যেমন কেউ সাতকানিয়া, কেউ ফটিকছড়ি, কেউ পটিয়াতে। এগুলো প্রত্যেকটি আলাদা থানা। সামনে এক মাসের ছুটিতে আমরা সপরিবারে চট্টগ্রামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাব। ৯-১০ দিন করে এক এক বাড়িতে সময় কাটাব। এভাবে মোট ১ মাস চট্টগ্রামে থাকব। এ সময় আমরা কি নামায কসর করব, নাকি মুকীম হিসেবে পূর্ণ নামায পড়ব?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে চট্টগ্রাম জেলায় এক মাস অবস্থানের নিয়তে থাকলেও যেহেতু একটি এলাকা বা একটি শহরে একত্রে ১৫ দিন থাকা হবে না; বরং প্রশ্নোল্লিখিত এলাকাগুলোর একেকটিতে ১৫ দিনের কম সময় থাকা হবে, তাই এক্ষেত্রে আপনারা সেখানে পূর্ণ সময় মুসাফির হিসেবেই থাকবেন। তাই চার রাকাত বিশিষ্ট ফরয নামায একাকী বা মুসাফির ইমামের পেছনে পড়লে কসর করবেন।

-কিতাবুল আছল ১/২৩৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৪; আলবাহরুর রায়েক ২/১৩২; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৯৯; রদ্দুল মুহতার ২/১২৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন