মুহাররম ১৪৪৬ || জুলাই ২০২৪

আবু রায়হান - নোয়াখালী

৬৫১১. প্রশ্ন

এবছর কুরবানী করার জন্য আমি একটি গরু ক্রয় করি। গরুটি রাস্তার পাশে বাঁধার পর গাড়ি চাপা পড়ে এর লেজের এক তৃতীয়াংশের বেশি থেতলে যায়। অবশিষ্ট লেজে পচন ধরার ভয়ে থেতলে যাওয়া অংশটি কেটে ফেলে দিতে হয়। এখন লেজের অধিকাংশ বাকি আছে। কিন্তু এর দ্বারা কুরবানী সহীহ হবে কি না এব্যাপারে বিপরীতমুখী দুই ধরনের কথাই শুনছি।  কেউ বলেছেন, কুরবানী সহীহ হবে না। আবার কেউ বলেছেন, এখনো লেজের অধিকাংশ বাকি থাকায় কুরবানী সহীহ হবে। তাই হুযুরের কাছে অনুরোধ, এক্ষেত্রে শরীয়তের সঠিক সমাধান জানিয়ে আমাকে উপকৃত করবেন?

উত্তর

উক্ত গরুটির লেজ যেহেতু অর্ধেকের বেশি অবশিষ্ট আছে, তাই তা দ্বারা কুরবানী সহীহ হবে। কেননা কুরবানী সহীহ হওয়ার জন্য পশুর লেজ অন্তত অর্ধেকের বেশি অবশিষ্ট থাকা শর্ত। অর্ধেক পরিমাণ বা এর চেয়ে কম থাকলে তা দ্বারা কুরবানী সহীহ নয়।

আলজামিউস সগীর, পৃ. ৪৭৩; শরহু মুখতাসারিত তহাবী, পৃ. ৩০৩; বাদায়েউস সানায়ে ৪/২১৪; আলমুহীতুর রাযাবী ৬/৬১; রদ্দুল মুহতার ৬/৩২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন