মুহাররম ১৪৪৬ || জুলাই ২০২৪

জাকের হুসাইন - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৫১০. প্রশ্ন

আমি একজন দরিদ্র লোক। আমার মালিকানায় চারটি গাভী আছে। এগুলোর দুধ বিক্রি করার মাধ্যমেই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। আগামী কুরবানীতে এগুলোর একটিকে কুরবানী করার নিয়ত করেছিলাম; কিন্তু বর্তমানে আমি আর্থিক সংকটে আছি, তাই কুরবানীর নিয়তকৃত গাভীটি বিক্রি করে দিতে চাচ্ছি।

এখন আমার জানার বিষয় হল, কুরবানীর নিয়ত করার কারণে গাভীটি কুরবানী করা কি আমার ওপর আবশ্যক হয়ে গেছে? শরীয়তের দৃষ্টিতে আমার জন্য গাভীটি বিক্রি করার কোনো সুযোগ আছে কি?

উত্তর

প্রশ্নোক্ত গাভীটি কুরবানী না করে বিক্রি করে দেওয়া আপনার জন্য জায়েয হবে। কেননা এটি যেহেতু আপনার পালিত পশু; কুরবানী করার নিয়তে ক্রয় করেছেন এমন নয়, তাই এটি আপনি কুরবানী করার নিয়ত করে থাকলেও তা কুরবানী করা আপনার ওপর আবশ্যক হয়ে যায়নি।

আলমুহীতুর রাযাবী ৬/৫৮; বাদায়েউস সানায়ে ৪/১৯২; আযযাখীরাতুল বুরহানিয়া ৮/৩১৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭৪; রদ্দুল মুহতার ৬/৩২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন