মুহাম্মাদ আহসান হাবীব - ঢাকা
৬৫০৫. প্রশ্ন
আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের পরিচালক। ছাত্রদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রতিযোগিতার বিষয়গুলো হল, প্রবন্ধ রচনা, সাধারণ জ্ঞান, কবিতা আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা ইত্যাদি। এসব প্রতিযোগিতায় যারা ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে, তাদেরকে বিভিন্ন দ্বীনী কিতাবাদি পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম হল, ২০০ টাকা করে জমা দিয়ে একটি ফরম পূরণ করতে হয়। টাকা জমা দিয়ে ফরম পূরণ না করলে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। এই টাকা দিয়েই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের আয়োজন করা হয়।
মুহতারামের নিকট আমাদের জানার বিষয় হল, উক্ত পদ্ধতিতে প্রতিযোগীদের থেকে টাকা উঠিয়ে বিজয়ীদের পুরস্কারের ব্যবস্থা করা কি জায়েয আছে? যদি জায়েয না হয়, তাহলে এর শরীয়তসম্মত পদ্ধতি কী হবে?
উত্তর
প্রতিযোগীদের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া নাজায়েয। এটি ‘কিমার’ তথা জুয়ার অন্তর্ভুক্ত। সুতরাং এ থেকে বিরত থাকা জরুরি।
এক্ষেত্রে সঠিক পন্থায় পুরস্কারের ব্যবস্থা করতে চাইলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যতীত অন্য মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করতে হবে।
—মুয়াত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৮৫৯; শরহুস সিয়ারিল কাবীর, সারাখসী ১/৬৩; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৭/৩৬৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৩; রদ্দুল মুহতার ৬/৪০২; ফিকহুন নাওয়াযেল ৩/২১৭