মুহাররম ১৪৪৬ || জুলাই ২০২৪

মুহাম্মাদ নোমান - কক্সবাজার

৬৪৯৬. প্রশ্ন

একবার আমরা কয়েক বন্ধু মিলে জুমার দিন সকালে সফরে বের হই। গন্তব্যে পৌঁছাতে প্রায় তিনটা বেজে যায়। তখন সব জায়গায় জুমার নামায শেষ। যেহেতু আমরা সবাই মুসাফির, তাই সকলেই জামাতের সাথে দুই রাকাত যোহরের নামায আদায় করি। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি। আমাদের উক্ত নামায জামাতের সাথে পড়া সহীহ হয়েছে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যোহর নামায জামাতের সাথে পড়া আপনাদের জন্য মাকরূহে তাহরীমী হয়েছে। কেননা যে এলাকায় জুমার জামাত হয় সেখানে যারা জুমায় শরীক হতে পারবে না, তাদের জন্য নিয়ম হল, যোহরের নামায একাকী আদায় করা। একাকী আদায় না করে জামাতে পড়া মাকরূহে তাহরীমী।

আলমাবসূত, সারাখসী ২/৩৫; ফাতাওয়া খানিয়া ১/১৮৮; আলবাহরুর রায়েক ২/১৫৪; আদ্দুররুল মুখতার ২/১৫৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন