যিলহজ্ব ১৪৪৫ || জুন ২০২৪

মুশতাক আহমাদ - ফরিদপুর

৬৪৯১. প্রশ্ন

আমার এক বন্ধু আমাকে কয়েক বছরের জন্য তার একটি প্রাইভেট কার ব্যবহার করতে দিয়েছে। কিন্তু আমার তেমন প্রয়োজন না থাকায় আমি চাচ্ছি, গাড়িটি রেন্ট এ কার-এ ভাড়া দিয়ে রাখতে। প্রশ্ন হল, আমার জন্য ভাড়া দেওয়া বৈধ হবে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে মালিকের অনুমতি ছাড়া আপনার জন্য গাড়িটি ভাড়া দেওয়া কিছুতেই বৈধ হবে না। কেননা গাড়ির মালিক আপনাকে কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়েছেন, ভাড়ায় খাটানোর জন্য নয়। সুতরাং রেন্ট এ কার বা অন্য কাউকে ভাড়ায় দিতে হলে মালিকের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অনুমতি জরুরি।

-কিতাবুল আছল ৮/৪৫০; আলমুহতীর রাযাবী ৫/১৩৩; তাবয়ীনুল হাকায়েক ৬/৩৬; দুরারুল হক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ২/৩৭০; রদ্দুর মুহতার ৫/৬৭৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন