যিলহজ্ব ১৪৪৫ || জুন ২০২৪

ইবনে মুনীর - শাহরাস্তি, চাঁদপুর

৬৪৮৯. প্রশ্ন

বিগত কয়েক সপ্তাহ পারিবারিক একটি বিষয় নিয়ে আমি অনেক পেরেশানীতে ছিলাম। নিয়ত ছিল, পেরেশানী থেকে মুক্তি পেলে দুই দিন রোযা রাখব। কিন্তু মান্নত করার সময় দুই দিনের স্থলে আমি বেখেয়ালিতে দশ দিন বলে ফেলি। আল্লাহর রহমতে এখন আমি পেরেশানী থেকে মুক্তি লাভ করেছি।

মুহতারামের কাছে জানতে চাই, এমতাবস্থায় আমি কয়দিন রোযা রাখব? দুই দিন, নাকি দশ দিন?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে বেখেয়ালিতে হলেও যেহেতু আপনি দশ দিনের মান্নতের কথা উচ্চারণ করেছেন, তাই আপনাকে এখন দশটি রোযাই রাখতে হবে। শুধু দুটি রোযা রাখলে হবে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ১৩৪; আলমুহীতুল বুরহানী ৩/৩৭৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬২; রদ্দুল মুহতার ২/৪৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন