ইমামুল ইসলাম - খড়কী, যশোর
৬৪৮৫. প্রশ্ন
হুজুর! এবছর হজ্বের সময় আমি ভিড়ের কারণে দশ যিলহজ্ব তাওয়াফে যিয়ারত করতে না পেরে বারো তারিখ যোহরের পর তাওয়াফে যিয়ারত করি। কিন্তু এর পরে হজ্বের সায়ী করতে ভুলে যাই। ঐ দিন এশার নামাযের পর সায়ীর কথা মনে পড়লে আদায় করে নিই। জানার বিষয় হল, এক্ষেত্রে কি আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। তবে হজ্বের সায়ী বারো তারিখ সূর্যাস্তের ভেতর এবং তাওয়াফে যিয়ারতের পর বিলম্ব না করে আদায় করা সুন্নত। বারো যিলহজ্বের পর তা আদায় করা মাকরূহ। তাই ইচ্ছাকৃত এমনটি করা থেকে বিরত থাকবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪১১৭; বাদায়েউস সানায়ে ২/৩২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৯৪; আলবাহরুর রায়েক ২/৩৩২; মানাসিকে মোল্লা আলী আলকারী, পৃ. ১৭০, ৩৫৬; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৩৬