যিলহজ্ব ১৪৪৫ || জুন ২০২৪

ফয়সাল - যশোর

৬৪৮০. প্রশ্ন

আমরা ৫০ জন কলেজ ছাত্র মিলে একটি সমিতি করি। প্রত্যেক সদস্য মাসে ৫০০ টাকা করে জমা করি। বর্তমানে সমিতির মোট টাকার পরিমাণ পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা। যা প্রত্যেক শরীকের হিসাবে ১০৫০০ টাকা করে আসে। প্রায় দুই বছর যাবৎ আমরা টাকা জমা করে আসছি। জানার বিষয় হল, যেহেতু সমষ্টিগত টাকা যাকাতের নেসাব অতিক্রম করেছে এবং বছরও পূর্ণ হয়েছে এমতাবস্থায় উক্ত টাকার যাকাত দিতে হবে কি?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে সমিতির উক্ত পাঁচ লক্ষ পচিশ হাজার টাকার ওপর সমষ্টিগতভাবে যাকাত ফরয হবে না। বরং যাকাতের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রত্যেক সদস্যের মালিকানা অনুযায়ী হিসাব হবে। অতএব উক্ত টাকা থেকে প্রত্যেকের মালিকানায় যেহেতু দশ হাজার পাঁচশ করে পড়ে, যা নেসাব থেকে অনেক কম, তাই শুধু এ টাকার কারণে যাকাত ফরয হবে না। অবশ্য কোনো সদস্যের যদি নেসাব পরিমাণ অন্য যাকাতযোগ্য সম্পদ থাকে, কিংবা এই টাকার সাথে তার অন্যান্য যাকাতযোগ্য সম্পদ মিলে নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তাকে সমিতিতে নিজের জমানো এই টাকারও যাকাত আদায় করতে হবে।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬৮৩৯; শরহু মুূখতাসরিল কারখী ২/১৭৬; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৫১১; তুহফাতুল ফুকাহা ১/২৯২; আদ্দুররুল মুখতার ২/৩০৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন