সিরাজুল ইসলাম - চট্টগ্রাম
৬৪৭৩. প্রশ্ন
আমাদের মসজিদে কয়েকদিন আগে তারাবীর নামায চলাকালে ইমাম সাহেব তিলাওয়াতের মাঝে সিজদার আয়াতের আগ পর্যন্ত এসে সামনের আয়াত ভুলে যান। পেছনের অন্য হাফেয সাহেব লোকমা দিতে গিয়ে সিজদার আয়াতটি পূর্ণ তিলাওয়াত করেন। এরপর ইমাম সাহেব তা তিলাওয়াত করে সিজদায়ে তিলাওয়াত আদায় করেন। প্রশ্ন হল, এখানে সিজদার আয়াতটি দুজনে পড়েছে। আর বাকি মুসল্লীরাও দুজন থেকে শুনেছে। তাহলে সিজদায়ে কয়টি ওয়াজিব হয়েছে? এক্ষেত্রে ইমামের সিজদাই কি যথেষ্ট হয়েছে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে একটি সিজদা তিলাওয়াতই ওয়াজিব হয়েছে। ইমাম ছাড়া উক্ত নামাযে মুক্তাদী থেকে এ আয়াতটি শুনলেও এ কারণে আরেকটি সিজদা ওয়াজিব হয়নি। তাই সবার একটি সিজদা করাই ঠিক হয়েছে।
-আলমাবসূত, সারাখসী ২/১০; তুহফাতুল ফুকাহা ১/২৩৮; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; রদ্দুল মুহতার ২/১০৫