যিলহজ্ব ১৪৪৫ || জুন ২০২৪

উম্মে আমাতুর রহমান - চট্টগ্রাম

৬৪৭১. প্রশ্ন

জনৈক মহিলা ফরয গোসল করার সময় কানের ছিদ্র নেড়েচেড়ে পানি প্রবেশ করাতে ভুলে যায়। এ সময় কানের দুল পরিহিতও ছিল না। দুদিন পর বিষয়টি মনে পড়ে। এমতাবস্থায় মহিলার করণীয় কী?

তার কি গোসল করতে হবে? দুদিনের নামাযগুলোর কী হবে? অনুগ্রহ করে জানাবেন।

উত্তর

কানের দুলের ছিদ্র ফাঁকা থাকলে গোসলের সময় তাতে এমনিতেই পানি পৌঁছে যাওয়া স্বাভাবিক। যদি ছিদ্র মিলে যাওয়ার মতো হয়ে যায়, তাহলে সে জায়গা জোর করে ফাঁকা করে পানি পৌঁছানোর প্রয়োজন নেই; বরং চামড়ার ওপরের অংশ ধোয়ার দ্বারাই গোসল আদায় হয়ে যাবে। ছিদ্র বড় হলে তো নাড়াচড়া ছাড়াই তাতে পানি পৌঁছে যায়। সুতরাং ওই গোসলের পর আদায়কৃত নামায সহীহ হয়েছে। সেগুলো পুনরায় পড়তে হবে না।

-জাওয়াহিরুল ফাতাওয়া, পৃ. ৮৮; আযযাখিরাতুল বুরহানিয়া ১/৩৩৭; হাশিয়াতুশ শিলবী ১/৬০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন