যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

আবদুল্লাহ - শিবচর

৬৪৬৮. প্রশ্ন

আল্লাহর রহমতে প্রায় এক বছর হল আমি ইসলাম গ্রহণ করেছি এবং বর্তমানে সচ্ছলতার সাথে ব্যবসা-বাণিজ্য করছি। কিন্তু আমার বৃদ্ধ মা-বাবা এবং একমাত্র বোন এখনো অমুসলিম। মা-বাবার কোনো সম্পদ নেই। মামা এবং খালার পরিবার এখন তাদের দেখাশুনা করছেন।

জানার বিষয় হল, অমুসলিম মা-বাবার খরচাদি দেওয়া কি আমার দায়িত্বে পড়ে?

উত্তর

মা-বাবা অমুসলিম হলেও তারা যদি অভাবী হয়, তাহলে তাদের প্রয়োজনীয় খরচাদি (যেমন খাবার, পোশাক ইত্যাদি) দেওয়া সামর্থ্যবান সন্তানের জন্য জরুরি। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে দরিদ্র মা-বাবাকে তাদের প্রয়োজনীয় খরচাদি দেওয়া আপনার ওপর আবশ্যক।

-কিতাবুল আছল ১০/৩৪২; আলমাবসূত, সারাখসী ৫/২২৬; খুলাসাতুল ফাতাওয়া ২/৬৩; ফাতহুল কাদীর ৪/২২০; আদ্দুররুল মুখতার ৩/৬৩১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন