যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

ইকবাল হুসাইন - উত্তরা, ঢাকা

৬৪৬১. প্রশ্ন

একদিন আমি বাজার থেকে কয়েকটি নারিকেল কিনে আনি। বাসায় এনে ভাঙার পর দেখি, সবগুলো নারিকেলই নষ্ট। মোটেও খাওয়ার উপযোগী নয়। পরে বিক্রেতার কাছে ফেরত দিতে গেলে তিনি তা ফেরত নিতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে আমি নারিকেলগুলো ফেলে দিয়ে চলে আসি। জানার বিষয় হল, এক্ষেত্রে তার কাজটি বৈধ হয়েছে কি?

উত্তর

নারিকেলগুলো ভাঙার পর সেগুলো যদি বাস্তবেই একেবারে নষ্ট দেখা যায় এবং মোটেও খাওয়ার উপযুক্ত না থাকে, তাহলে উক্ত বিক্রয়চুক্তি বাতিল গণ্য হবে। সুতরাং এক্ষেত্রে বিক্রেতার ওপর জরুরি হল, আপনাকে এর মূল্য ফেরত দেওয়া। অতএব তার কাছে উক্ত মূল্য ফেরত চাওয়ার পরও আপনাকে ফেরত না দেওয়া তার জন্য সম্পূর্ণ নাজায়েয হয়েছে।

-কিতাবুল আছল ২/৫০০; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৩/৭৩; আলমুহীতুল বুরহানী ১০/১২১; ফাতহুল কাদীর ৬/১৮; রদ্দুল মুহতার ৫/২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন