যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

জিসান জামান - নিউ মার্কেট, যশোর

৬৪৫৭. প্রশ্ন

আমার দাদা বছরখানেক আগে গ্রামের মাদরাসার জন্য ৩০ শতাংশ জায়গা ওয়াকফ করেন এবং মাদরাসার নামে রেজিস্ট্রি করে দেন। সেখানে অনেক আগে থেকেই আমার দাদার লাগানো বড় বড় গাছ আছে। গাছগুলোর ব্যাপারে দাদা ওয়াকফের সময় কিছুই বলেননি। দাদার ইন্তেকালের পর এখন চাচাদের কেউ কেউ গাছগুলো কেটে নিতে চাচ্ছে।

জানার বিষয় হল, চাচাদের জন্য ওই গাছগুলো কেটে নেওয়া কি বৈধ হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদা যেহেতু জমিটি ওয়াকফ করার সময় গাছগুলো ওয়াকফ বহির্ভূত থাকবে- এমন কোনো কথা বলেননি, তাই জমির সাথে গাছগুলোও ওয়াকফের অন্তÍর্ভুক্ত হয়ে গেছে। সেগুলো এখন মাদরাসার ওয়াকফ সম্পদ। সুতরাং আপনার চাচাদের জন্য তা কেটে নেওয়া বৈধ হবে না।

-আহকামুল আওকাফ, খাস্সাফ, পৃ. ২২২; ফাতাওয়া খানিয়া ৩/৩০৮; আলবাহরুর রায়েক ৫/২০০; আলইসআফ, পৃ. ১৯; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন