যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

আসেম - খুলনা

৬৪৫৬. প্রশ্ন

আমি মনে মনে কসম করেছিলাম যে, আমার মেয়ে যদি আমাকে আর কখনো বকাঝকা করে, তাহলে আর তার বাড়িতে যাব না। কিন্তু মুখে উচ্চারণ করিনি। পরবর্তীতে সে আমাকে কোনো এক কারণে বকাঝকা করে। এ কারণে দীর্ঘদিন থেকে আমি তার বাড়িতে যাই না। একদিন প্রতিবেশী এক ব্যক্তি জিজ্ঞেস করে, আপনি মেয়ের বাড়িতে যান না কেন? তখন আমি বললাম, আমি ঐ বাড়িতে না যাওয়ার কসম করেছি, তাই যাই না। কিছুদিন যাবৎ আমার মেয়ে অসুস্থ, আমি তাকে দেখতে তার বাড়িতে যেতে চাচ্ছি।

জানার বিষয় হল, আমার এ কসম কি সংঘটিত হয়েছে? আমি তো মুখে কোনো কিছু উচ্চারণ করিনি। আর যদি এর দ্বারা কসম না হয়ে থাকে, তবে পরে প্রতিবেশীকে উক্ত কসম সম্পর্কে বলার কারণে কি কসম হয়ে গেছে? এখন আমি মেয়ের বাড়ি গেলে কি কসম ভঙ্গ হয়ে যাবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

কসম সংঘটিত হওয়ার জন্য কসমের বাক্য মুখে উচ্চারণ করা শর্ত। মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে কসম করার দ্বারা কসম হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে কসম করার দ্বারা কসম সংঘটিতই হয়নি। এবং পরবর্তীতে প্রতিবেশীকে উক্ত কসম সম্পর্কে অবহিত করার দ্বারাও নতুন করে কসম হয়নি। কেননা তা কেবল পূর্বের কসমের সংবাদ মাত্র; নতুন করে ভিন্ন কোনো কসমের কথা নয়। অতএব আপনি মেয়ের বাড়ি গেলে কসম ভঙ্গ হওয়ার কিছু নেই।

-বাদায়েউস সানায়ে ৩/১০; তাবয়ীনুল হাকায়েক ৩/৪১৯; ফাতাওয়া তাতারখানিয়া ৬/১৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন