যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

ইরফান - বরিশাল

৬৪৫১. প্রশ্ন

আমি এ বছর হজ্ব পালন করেছি। ১১ তারিখ আমাদের কাফেলা যখন কংকর নিক্ষেপ করতে মিনায় পৌঁছে তখন সেখানে অনেক ভিড় ছিল। সেজন্য আমি তিনটি জামরাতে কংকর নিক্ষেপকালে তুলনামূলক যেখানে ভিড় কম ছিল সেখানে আগে, এরপর অন্য জামরাতে কংকর নিক্ষেপ করি। ফলে জামরায়ে আকাবাতে আগে, এরপর মধ্য জামরাতে এবং সর্বশেষ জামরায়ে উলাতে কংকর নিক্ষেপ করি। হজ্ব থেকে আসার পর শুনলাম যে, জামরাগুলোতে কংকর নিক্ষেপের ক্ষেত্রে নাকি প্রথম, মধ্যম ও বড় জামরার ধারাবাহিকতা আছে। অবশ্য বাকি দিনগুলোতে এ ধারাবাহিকতায় কংকর নিক্ষেপ করেছি। আমার জানার বিষয় হল, ১১ তারিখ কংকর নিক্ষেপের ক্ষেত্রে আমি যে ধারাবাহিকতা রক্ষা করিনি, এ কারণে আমার ওপর কোনো জরিমানা আসবে কি?

উত্তর

জামরাগুলোতে কংকর নিক্ষেপের ক্ষেত্রে প্রথমে ছোট জামরাতে, তারপর মধ্যমটিতে, এরপর বড় জামরাতে এই ধারাবাহিকতা রক্ষা করা সুন্নতে মুআক্কাদা। এর ব্যতিক্রম করা মাকরূহ। সুতরাং উক্ত ধারাবাহিকতা লঙ্ঘন করা সুন্নত পরিপন্থী কাজ হয়েছে। অবশ্য এ কারণে আপনার ওপর কোনো জরিমানা আবশ্যক হয়নি।

-বাদায়েউস সানায়ে ২/৩২৭; আলমুহীতুল বুরহানী ৩/৪০৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৬০৩; আলবাহরুল আমীক ৪/১৮৭০; মানাসিকমোল্লা আলী আলকারী, পৃ. ২৪৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন