যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

জুনায়েদ আহমেদ - নাঙ্গলকোট, কুমিল্লা

৬৪৪৮. প্রশ্ন

গত বছর আল্লাহ তাআলার রহমতে আমি হজ্ব পালন করি এবং পূর্ব অভ্যাস অনুযায়ী হাতে আংটি পরেই হজ্বে চলে যাই। হজ্বের পুরো সময় আংটি আমার হাতেই ছিল। হজ্ব শেষে এক সফরসঙ্গী বললেন, ইহরাম অবস্থায় আংটি পরা যায় নাকি? তার এ কথা শুনে আমার সংশয় তৈরি হয় যে, ইহরাম অবস্থায় আংটি পরা আমার জন্য ঠিক হয়েছে কি না?

তাই মুহতারামের কাছে অনুরোধ, এ বিষয়ে সঠিক সমাধান জানিয়ে আমাকে উপকৃত করবেন।

উত্তর

ইহরাম অবস্থায় আংটি পরা জায়েয আছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন-

لاَ بَأْسَ بِالْخَاتَمِ لِلْمُحْرِمِ.

অর্থাৎ ইহরাম অবস্থায় আংটি পরতে কোনো অসুবিধা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৪৪২৭)

-আলমুহীতুর রাযাবী ২/২৩৬; তাবয়ীনুল হাকায়েক ২/২৬২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১২২; আদ্দুররুল মুুখতার ২/৪৯১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন