আল আমিন - যশোর
৬৪৪৪. প্রশ্ন
আমি অনেকদিন যাবৎ ঠান্ডার সমস্যায় ভুগছি। ডাক্তার বলেছেন, দিনে কয়েকবার গরম পানিতে মেন্থল মিশিয়ে এর ভাপ নিতে। জানতে চাই, রোযা অবস্থায় মেন্থলের ভাপ নেওয়া যাবে কি?
উত্তর
মেন্থলের ভাপ নিলে কিংবা মেন্থল ছাড়া শুধু গরম পানির ভাপ টেনে নিলেও যেহেতু এর মাধ্যমে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা গলায় প্রবেশ করে, তাই এর দ্বারা রোযা ভেঙে যাবে। সুতরাং রোযা অবস্থায় তা নেওয়া যাবে না। অতএব, রমযান মাসে মেন্থলের ভাপ গ্রহণ করার প্রয়োজন হলে তা রাতে গ্রহণ করবেন।
-আলবিনায়া ৪/৩১৫; রদ্দুল মুহতার ২/৩৯৫; হাশিয়াতুশ শারহিল কাবীর, দাসূকী ১/৫২৫; ওসাইকুন নাওয়াযিল ১/৫৬৮