মুহাম্মাদ ইরফান - চট্টগ্রাম
৬৪৪০. প্রশ্ন
কয়েকদিন আগে এশার নামাযে আমি ইমামের সাথে শুধু এক রাকাত পেয়েছিলাম। যেহেতু তিন রাকাত পাইনি। তাই স্বাভাবিকভাবে তো বাকি তিন রাকাতের প্রথম রাকাতে বৈঠক করার কথা। কিন্তু ভুলে ঐ রাকাতে বৈঠক করিনি। পরের রাকাতে বৈঠক করি। এরপর শেষ রাকাতে সাহু সিজদাও করিনি। মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার উক্ত নামায কি সহীহ হয়েছে? প্রথম রাকাতে (আমার নামাযের দ্বিতীয় রাকাতে) বৈঠক না করে দ্বিতীয় রাকাতে (আমার নামাযের তৃতীয় রাকাতে) বৈঠক করার কারণে কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
আপনার এশার নামাযটি আদায় হয়ে গেছে। এক্ষেত্রে আপনার ওপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। তবে এক্ষেত্রে উত্তম নিয়ম হল, প্রথম রাকাতের পর (আপনার নামাযের দ্বিতীয় রাকাতে) বৈঠক করা; দ্বিতীয় রাকাতের পর নয়। তবে কেউ যদি প্রথম রাকাতে বৈঠক না করে দ্বিতীয় রাকাতে বৈঠক করে, তাহলে এটি অনুত্তম হলেও তার নামায আদায় হয়ে যাবে এবং তাকে সাহু সিজদা করতে হবে না।
Ñকিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/১৫০; আলমাবসূত, সারাখসী ১/১৮৯; আলগায়া, সারুজী ৪/৬৪; আলবাহরুর রায়েক ১/৩৭৯; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৮; রদ্দুল মুহতার ১/৫৯৭