মুহাম্মাদ মাসুদ - ঢাকা
৬৪৩৮. প্রশ্ন
হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই। নামাযের ভেতরে হাঁচি আসার পর ‘আলহামদু লিল্লাহ’ বললে কি নামাযের কোনো সমস্যা হবে? এবং এক্ষেত্রে ‘আলহামদু লিল্লাহ’ বলব, নাকি বলব না?
উত্তর
নামাযে হাঁচি দেওয়ার পর ‘আলহামদু লিল্লাহ’ বলা অনুত্তম। তবে ‘আলহামদু লিল্লাহ’ বললে নামায নষ্ট হবে না। কিন্তু কাজটি অনুত্তম হবে।
-উয়ূনুল মাসায়িল, পৃ. ২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯