যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

মুহাম্মাদ মাসুদ - ঢাকা

৬৪৩৮. প্রশ্ন

হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই। নামাযের ভেতরে হাঁচি আসার পর আলহামদু লিল্লাহবললে কি নামাযের কোনো সমস্যা হবে? এবং এক্ষেত্রে আলহামদু লিল্লাহবলব, নাকি বলব না?

 

উত্তর

নামাযে হাঁচি দেওয়ার পর আলহামদু লিল্লাহবলা অনুত্তম। তবে আলহামদু লিল্লাহবললে নামায নষ্ট হবে না। কিন্তু কাজটি অনুত্তম হবে।

-উয়ূনুল মাসায়িল, পৃ. ২৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন