যিলকদ ১৪৪৫ || মে ২০২৪

আবদুস সামাদ - চট্টগ্রাম

৬৪৩৭. প্রশ্ন

যিলহজ্বের তেরো তারিখ দুপুরে আমি এক লম্বা সফর থেকে বাড়ি ফিরি। বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়ি; কিন্তু এর মাঝেই আসরের সময় শেষ হয়ে যায়। মাগরিবের আযানের সময় আমার ঘুম ভাঙে। পরে আমি দ্রুত ওযু করে আগে আসর নামায পড়ি। এরপর মাগরিব পড়ি। কিন্তু আসর নামায পড়ার পর তাকবীরে তাশরীক বলিনি। হযরতের কাছে জানার বিষয় হল, উক্ত আসরের ওয়াক্ত শেষ হওয়ার দ্বারা তো তাকবীরে তাশরীকের সময়ও শেষ হয়ে গেছে; এখন এ আসর নামাযের কাযা আদায়ের পর কি তাকবীরে তাশরীক বলা জরুরি ছিল?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ আসরের নামাযের পর তাকবীরে তাশরীক না বলা নিয়মসম্মত হয়েছে। কেননা তাকবীরে তাশরীক বলার বিধান নয় যিলহজ্ব ফজর থেকে তেরো যিলহজ্ব আসর পর্যন্ত। এ দিনগুলোতে কাযা হওয়া কোনো নামায যদি তেরো যিলহজ্ব সূর্যাস্তের পর আদায় করা হয়, তাহলেও আর তাকবীরে তাশরীক বলার বিধান নেই।

-আলজামিউল কাবীর, পৃ. ১৩; আলমাবসূত, সারাখসী ২/৯৭; আলমুহীতুর রাযাবী ১/৪২০; আলমুহীতুল বুরহানী ২/৫১২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩৫৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন