শাওয়াল ১৪৪৫ || এপ্রিল ২০২৪

আবদুল কুদ্দুস - চন্দ্রগঞ্জ, লক্ষীপুর

৬৪১৯. প্রশ্ন

কয়েকদিন আগে গোসল ফরয থাকা অবস্থায় এক লোক মারা যান। তো এলাকার এক মুরুব্বির কথা  অনুযায়ী তাকে দুইবার গোসল দেওয়া হয়। হুজুরের কাছে জানতে চাই, গোসল ফরয থাকা অবস্থায় কেউ মারা গেলে কি তাকে দুইবার গোসল দেওয়া জরুরি?

উত্তর

গোসল ফরয থাকা অবস্থায় কেউ মারা গেলে তাকে দুইবার গোসল দেওয়ার নিয়ম নেই। বরং অন্যান্য  মৃত ব্যক্তিদের মত সুন্নাহসম্মত পন্থায় একবার গোসল দেওয়াই নিয়ম। আতা রাহ. বলেন-

إذَا مَاتَ الْجُنُبُ وَالْحَائِضُ يُصْنَعُ بِهِمَا مَا يُصْنَعُ بِغَيْرِهِمَا.

গোসল ফরয অবস্থায় কেউ মারা গেলে বা ঋতুমতী নারী মারা গেলে  (গোসলের ক্ষেত্রে) তাদের বিধান অন্যান্য মৃতের মতোই (অর্থাৎ তাদেরকে একবারই গোসল দিতে হবে)। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১১২৬)

সুতরাং উক্ত মৃতকে দ্বিতীয়বার গোসল দেওয়া ঠিক হয়নি।

-আলআওসাত, ইবনুল মুনযির ৫/৩৬১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৬৬; মিনহাতুল খালিক ২/১৭১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ.  ৩১১আলমাজমূ শরহুল মুহাযযাব, নববী ৫/১২৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন