বুরহান - সিলেট
৬৪১৪. প্রশ্ন
কখনো কখনো মাসবুক হলে ইমামের শেষ বৈঠকে তা স্মরণ থাকে না। ভুলে সালাম ফিরিয়ে ফেলি। প্রথম সালাম ফিরিয়ে নেওয়ার পর মাসবুক হওয়ার বিষয়টি মনে পড়ে। এক্ষেত্রে কি আমার নামায ভেঙে যাবে। আর যদি না ভাঙে, তাহলে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
উত্তর
মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামায ভাঙে না। তবে এক্ষেত্রে মাসবুকের সালাম যদি ইমামের সালামের পর হয় (আর সাধারণত এমনটিই হয়ে থাকে) তাহলে তার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে। সুতরাং এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করতে হবে। আর যদি মাসবুকের সালাম ইমামের সালামের সঙ্গেই হয়, তাহলে এক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হবে না।
-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ৩৫১১; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৩৫৮; ফাতাওয়া খানিয়া ১/১০১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; আদ্দুররুল মুখতার ১/৫৯৯; রদ্দুল মুহতার ১/৫৯৯