শাওয়াল ১৪৪৫ || এপ্রিল ২০২৪

তাসলীম - বেগমগঞ্জ, নোয়াখালী

৬৪১১. প্রশ্ন

হুজুরের কাছে একটা মাসআলা জানতে চাই। নামাযের সময় ঋতুমতী মহিলা কী করবে? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে। এ কথার উপর আমল করা কি জরুরি?

উত্তর

হায়েয চলাকালে মহিলাদের নামায পড়া নিষেধ এবং এর পরিবর্তে কোনো কিছু করা তার উপর জরুরি নয়। তবে কোনো কোনো ফকীহ বলেছেন, নামাযের অভ্যাস ধরে রাখার জন্য ঋতুমতী নারী নামাযের ওয়াক্তে ওযু করে মুসল্লায় বসে যিকির-আযকার ও তাসবীহ তাহলীল পাঠ করবে। এটা উত্তম।

-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১২২২; আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৫৭; আলবাহরুর রায়েক ১/১৯৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন