মাশহুদ - সিলেট
৬৪০৪. প্রশ্ন
আমি গত বছর রমযানের শেষ দশকে ইতিকাফ করার মান্নত করেছিলাম; কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিকাফ আদায় করতে পারিনি। এখন আমি চাচ্ছি, আগামী রমযানে উক্ত মান্নত ইতিকাফের কাযা করে নিতে। এভাবে কাযা করে নিলে আমার মান্নত ইতিকাফ কি আদায় হয়ে যাবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
না, আগামী রমযানে মান্নতের উক্ত ইতিকাফ কাযা করলে তাতে মান্নত আদায় হবে না। বরং মান্নতের ইতিকাফটি কাযা করার জন্য রমযান ছাড়া অন্য মাসে রোযাসহ দশ দিন ইতিকাফ করতে হবে। কেননা মান্নতের ইতিকাফ কাযা হয়ে গেলে তা রমযানে আদায় করা যায় না। বরং রমযান ছাড়া অন্য মাসে রোযার মাধ্যমে আদায় করতে হবে।
-কিতাবুল আছল ২/১৯৭; আলমাবসূত, সারাখসী ৩/১২১; আলমুহীতুর রাযাবী ২/৬১; বাদায়েউস সানায়ে ২/২৭৯-২৮০; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১