আবু সাঈদ - নোয়াখালী
৬৩৯৩. প্রশ্ন
গত রমযানের শেষ দিকে আমার দাদা অসুস্থ হয়ে পড়েন। ফলে তার ছয়টি রোযা কাযা হয়ে যায়। ঐ অসুস্থতার মধ্যেই ঈদের তিন দিন পর তিনি মারা যান।
মুহতারামের কাছে জানার বিষয় হল, রোযাগুলোর ফিদইয়া দিতে হবে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদা যেহেতু সুস্থ হয়ে রোযাগুলো কাযা করার সময় পাননি; বরং ঐ অসুস্থতার মধ্যেই মারা গেছেন, তাই তার ওপর ঐ রোযাগুলোর কাযা ওয়াজিব হয়নি, সুতরাং ঐ রোযাগুলোর ফিদইয়াও আবশ্যক হবে না।
সাঈদ ইবনে জুবাইর রাহ. বলেন-
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ فِي الرَّجُلِ الْمَرِيضِ فِي رَمَضَانَ فَلَا يَزَالُ مَرِيضًا حَتَّى يَمُوتَ قَالَ: لَيْسَ عَلَيْهِ شَيْءٌ.
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন, কোনো ব্যক্তি যদি রমযানে অসুস্থ হয় (যার কারণে রোযা রাখতে পারেনি) এবং উক্ত অসুস্থতার মাঝেই মারা যায়, তাহলে তার ওপর কোনো কিছু ওয়াজিব নয়। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৭৬৩০)
-আলমাবসূত, সারাখসী ৩/৮৯; আলমুহীতুল বুরহানী ৩/৩৬০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৩০; আননাহরুল ফায়েক ২/২৯; আদ্দুররুল মুখতার ২/৪২৪