শামীম - ঝিনাইদহ
৬৩৯১. প্রশ্ন
গোসল ও কাফনের পূর্বে মৃত ব্যক্তিকে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।
উত্তর
মৃত্যুর পর মায়্যিতের আপাদমস্তক চাদর বা কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া মুস্তাহাব।
হাদীস শরীফে এসেছে, আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইয়ামানী একটি চাদর দ্বারা তাঁকে আবৃত করা হয়। (সহীহ বুখারী, হাদীস ৫৮১৪)
-শরহু মুসলিম, নববী ৭/১০; আযযিয়াউল মা‘নাবী ২/৪৬৭; হালবাতুল মুজাল্লী ২/৫৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০৮