রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

খালিদ - রংপুর

৬৩৯০. প্রশ্ন

কয়েকদিন আগে খাতায় একটি প্রবন্ধ লিখছিলাম। ঐ প্রবন্ধে কুরআন মাজীদের বিভিন্ন আয়াত উল্লেখ করি। সেখানে সিজদার আয়াতও ছিল।

জানার বিষয় হল, সিজদার আয়াত লেখার কারণে আমার ওপর কি সিজদা ওয়াজিব হয়েছে?

 

উত্তর

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়নি। কেননা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় সিজদার আয়াত তিলাওয়াত করা বা শোনার দ্বারা। মুখে উচ্চারণ না করে শুধু লেখার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।

-ফাতাওয়া খানিয়া ১/১৫৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; আলবাহরুর রায়েক ২/১১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৩; রদ্দুল মুহতার ২/১০৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন