আবু তালহা - ফতুল্লা, নারায়ণগঞ্জ
৬৩৮৮. প্রশ্ন
গত শনিবার আমাদের মাদরাসা মসজিদে ইমাম সাহেবের পেছনে মাগরিবের নামায আদায় করছিলাম। ইমাম সাহেব তৃতীয় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠলেন, আমরা নিয়ত ছেড়ে দিই। তাই মুসল্লিরা সবাই নিয়ত ছেড়ে দেয়। অতঃপর তিনি একজন ছাত্রকে নামায পড়ানোর জন্য বলে ওযু করতে চলে যান। পরে ঐ ছাত্র তখনই পুনরায় নামায পড়িয়ে দেন। তবে দ্বিতীয়বার জামাত করার সময় ইকামত দেওয়া হয়নি।
জানার বিষয় হল, এক্ষেত্রে পুনরায় ইকামত না দেওয়া কি ঠিক হয়েছে?
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে পুনরায় ইকামত না দেওয়া ঠিকই হয়েছে। কেননা কোনো কারণে নামায ফাসেদ হয়ে গেলে দেরি না করে তখনই যদি তা আদায় করা হয়, তাহলে এক্ষেত্রে দ্বিতীয়বার ইকামত দেওয়ার প্রয়োজন নেই। প্রথম ইকামতই যথেষ্ট।
-ফাতাওয়া তাতারখানিয়া ২/১৫০; মি‘রাজুদ দিরায়াহ ১/৫৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৫; রদ্দুল মুহতার ১/৩৯০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৮৭