হুযাইফা মুহাম্মাদ - কেরানীগঞ্জ
৬৩৮৭. প্রশ্ন
শীতকালে শেষ রাতে প্রচণ্ড শীতের কারণে আমি কানটুপি ব্যবহার করি এবং সাধারণত এটি পরেই ফজরের নামায আদায় করি। এক্ষেত্রে কখনো এমনও হয় যে, কানটুপি পরার কারণে কপাল ঢেকে যায় এবং ঐ অবস্থাতেই সিজদা আদায় করা হয়।
জানতে চাচ্ছি, কপাল কানটুপি দ্বারা আবৃত অবস্থায় সিজদা করার দ্বারা আমার সিজদা আদায় হবে কি?
উত্তর
সিজদার সময় কানটুপি দ্বারা কপাল ঢাকা থাকলেও সিজদা আদায় হয়ে যাবে এবং উক্ত নামাযও সহীহ হবে। তবে বিনা ওযরে কপাল ঢেকে সিজদা করা অনুত্তম।
-সহীহ বুখারী, পৃ. ৫৬; আযযাখিরাতুল বুরহানিয়া ২/৮৪; আলবাহরুর রায়েক ১/৩১৯; হালবাতুল মুজাল্লী ২/২৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৮; আদ্দুররুল মুখতার ১/৫০০