রমযান ১৪৪৫ || মার্চ ২০২৪

তুষার আহমদ - খড়কী, যশোর

৬৩৮৫. প্রশ্ন

রমযান মাসে একদিন এশার জামাতে মসজিদে যেতে দেরি হয়ে যায়। মসজিদে পৌঁছে দেখি, তারাবী শুরু হয়ে গেছে। তখন আমি খতম ছুটে যাবে মনে করে এশার নামায না পড়েই তারাবীতে শরীক হয়ে যাই। পরে বাসায় এসে এশা ও বিতির আদায় করি।

জানার বিষয় হল, আমার উক্ত তারাবী কি সহীহ হয়েছে?

উত্তর

না, আপনার তারাবী নামায আদায় হয়নি। কেননা তারাবী নামায সহীহ হওয়ার জন্য আগে এশার ফরয আদায় করা জরুরি। এশার ফরয পড়ার আগে তারাবীহ পড়লে তা আদায় হয় না।

এক্ষেত্রে আপনার করণীয় ছিল, আগে এশার ফরয আদায় করা, অতঃপর তারাবীর জামাত পেলে তাতে শরীক হওয়া।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৮৫; বাদায়েউস সানায়ে ১/৬৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৩৫; আলমুহীতুল বুরহানী ২/২৫২; রদ্দুল মুহতার ২/৪৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন