মুহাম্মাদ সাইফুল ইসলাম - নোয়াখালী
৬৩৮২. প্রশ্ন
স্বর্ণ-রুপার পেয়ালায় পানি পান করা জায়েয আছে কি?
উত্তর
স্বর্ণ বা রুপার পেয়ালায় পানি পান করা পুরুষ-মহিলা সকলের জন্য নাজায়েয। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।
হযরত হুযাইফা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বর্ণ-রুপার পাত্রে পানাহার করতে, রেশমী কাপড় পরিধান করতে এবং তাতে বসতে নিষেধ করেছেন। (সহীহ বুখারী, হাদীস ৫৮৩৭)
―আলজামেউস সগীর, পৃ. ২৩২; মুখতাসারুত তহাবী, পৃ. ৪৩৬; আলইখতিয়ার ৪/১২৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৬; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭১