শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

মিসবাহ - দড়াটানা, যশোর

৬৩৬৮. প্রশ্ন

হুজুর! এ বছর শাবান মাসে আমার প্রথম যাকাতবর্ষ পূর্ণ হয়। যাকাতের টাকা হিসাবের সাথে সাথে আমি আমার ফিতরার টাকাও হিসাব করে আলাদা করে ফেলি। এরপর রমযানের আগেই যাকাত-ফিতরার সব টাকা গরিবদের দান করে দেই।

আমার জানার বিষয় হল, রমযানের আগে ফিতরার টাকা প্রদান করার দ্বারা তা কি আদায় হয়েছে?

উত্তর

রমযানের আগে সাদাকাতুল ফিতর আদায় করে দিলে বিশুদ্ধমতে তা আদায় হয়ে যায়। তাই রমযানের আগে আদায়কৃত আপনার ঐ সাদাকাতুল ফিতর আদায় হয়ে গেছে। অবশ্য এ ব্যাপারে যেহেতু ভিন্নমতও আছে, তাই রমযানের পূর্বে আদায় না করাই উচিত। অগ্রিম দিয়ে দিতে চাইলে অন্তত রমযান আসার পরই তা আদায় করবে। রমযানে তা আদায় করে দেওয়া কোনো কোনো সাহাবী-তাবেয়ী থেকে প্রমাণিত আছে। আবদুল্লাহ ইবনে উমর রা. ঈদের দু-একদিন আগেই সাদাকাতুল ফিতর দিয়ে দিতেন। (সুনানে আবু দাউদ, বর্ণনা ১৬১০)। হযরত হাসান বসরী রাহ. থেকেও এধরনের কথা প্রমাণিত আছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৮৯৬)

তবে এক্ষেত্রে মুস্তাহাব হল, সাদাকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্তে আদায় করা।

শরহু মুখতাসারিল কারখী ২/২৮৫; বাদায়েউস সানায়ে ২/২০৭; আদ্দুররুল মুখতার ২/৩৬৭; রদ্দুল মুহতার ২/৩৬৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন