শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

আবদুল ওয়াহহাব - খড়কী, যশোর

৬৩৬৬. প্রশ্ন

হুজুর! আমি নাকের এলার্জির কারণে ডাক্তারের পরামর্শে এক ধরনের স্প্রে ব্যবহার করি। নাকে স্প্রে করার পরই তার কিছু অংশ গলায় চলে যায় এবং গলায় তার স্বাদও অনুভূত হয়।

প্রশ্ন  হল, রোযা রেখে কি এই স্প্রে গ্রহণ করা যাবে?

উত্তর

উক্ত স্প্রে নাকে ব্যবহার করলে যেহেতু এর অংশবিশেষ গলায় চলে যায়, তাই এর দ্বারা রোযা ভেঙে যাবে এবং ঐ রোযা কাযা করে নিতে হবে। অতএব রমযানে তা ব্যবহার করতে চাইলে আপনি সাহরী ও ইফতারীর সময় ব্যবহার করতে পারেন।

আহকামুল কুরআন, জাস্সাস ১/১৯১; বাদায়েউস সানায়ে ২/২৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৭৮; মাজাল্লাতুল মাজমাইল ফিকহিল ইসলামী, জেদ্দা ১০/২/৪৫৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন