শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

আবেদুল হক - চট্টগ্রাম

৬৩৬৩. প্রশ্ন

রোযা অবস্থায় আমার সর্দি ছিল। নাকে অনবরত শ্লেষ্মা আসছিল। একবার নাক টান দিলে অনিচ্ছাকৃতভাবে শ্লেষ্মা গলার ভেতর চলে যায়। এতে কি আমার ঐ দিনের রোযা ভেঙে গেছে? তার কাযা-কাফফারা আসবে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা ভাঙেনি। কেননা রোযাবস্থায় নাকের শ্লেষ্মা গলার ভেতরে চলে গেলে রোযা ভাঙে না।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ, পৃ. ১২৭; আলমুহীতুর রাযাবী ২/২৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন