শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

মীযানুর রহমান - হবিগঞ্জ

৬৩৫৮. প্রশ্ন

গত শুক্রবার ফজরের সুন্নত নামায পড়ার সময় ভুলে আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলি। ঐ সময় আমার জন্য কী করা উচিত ছিলতা বুঝে উঠতে পারিনি। তাই পরক্ষণেই ডান দিকে সালাম ফিরিয়ে পুনরায় বাম দিকে সালাম ফিরাই।

মুহতারামের কাছে জানতে চাচ্ছি, নামাযে কখনো এমনটি হয়ে গেলে করণীয় কী? এক্ষেত্রে আমার কাজটি কি ঠিক হয়েছে?

উত্তর

নামাযে ভুলে বাম দিকে আগে সালাম ফিরিয়ে ফেললে পরে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে নেবে। পুনরায় বাম দিকে সালাম ফেরানোর প্রয়োজন নেই। আর উক্ত ভুলের কারণে সাহু সিজদাও ওয়াজিব হয় না। তাই এক্ষেত্রে সাহু সিজদা করতে হবে না।

বাদায়েউস সানায়ে ১/৫০২; ফাতাওয়া খানিয়া ১/১২৩; আলমুহীতুল বুরহানী ২/১২৮; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৫; আদ্দুররুল মুখতার ১/৫২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন