শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

হুসাইন আহমাদ - কসবা, বি. বাড়িয়া

৬৩৫৭. প্রশ্ন

আমি একটি কোম্পানির জামে মসজিদে ইমামতি করি। কোম্পানিটি অনেক বড় এরিয়া নিয়ে গঠিত। নিরাপত্তার স্বার্থে এর সীমানায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এ নিষেধাজ্ঞা নামাযের জন্য নয়; বরং কোম্পানির নিরাপত্তার স্বার্থে। তাই ভেতরের কাউকে নামায পড়তে বাধা দেওয়া হয় না। এমতাবস্থায় কোম্পানির উক্ত মসজিদে জুমার নামায সহীহ হবে কি?

উত্তর

হাঁ, উক্ত মসজিদে জুমা আদায় করা সহীহ হবে। কেননা এক্ষেত্রে সর্ব সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ার বিষয়টি নিরাপত্তার স্বার্থে কোম্পানির এরিয়ার সাথে সংশ্লিষ্ট; মসজিদে নামায পড়ার সাথে নয়। তাই তাতে জুমা আদায়ে কোনো অসুবিধা নেই। তবে নিরাপত্তা বিঘ্নিত না হলে বাইরে থেকে কেউ যদি জুমার নামাযে শরীক হতে চায়, তাহলে তার জন্য সুযোগ করে দেওয়া উচিত।

আলমাবসূত, সারাখসী ২/১২০; মাজমাউল আনহুর ১/২৪৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৩/৩৩৪; রদ্দুল মুহতার ২/১৫২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন