শাবান ১৪৪৫ || ফেব্রুয়ারি ২০২৪

উম্মে আমাতুর রাহমান - চট্টগ্রাম

৬৩৫৫. প্রশ্ন

এক মহিলা চার মাস আগে সন্তান প্রসব করেছে। সন্তান হওয়ার পর থেকে নামায আদায় করতে গেলে মনে হয়, যোনিপথ দিয়ে বাতাস নির্গত হচ্ছে বা বাতাস প্রবেশ করছে বিষয়টি পুরোপুরি বুঝতে পারে। একজনের সাথে আলোচনা করলে সে জানায়, জরায়ুর অভ্যন্তরটা (বাচ্চা প্রসবের পর) ফাঁকা থাকার কারণে যখন পেটে চাপ পড়ে তখন এরূপ হয়। তাই এতে নামাযের সমস্যা হবে না।

আমার জানার বিষয় হল, তার কথা কি ঠিক? নামায আদায় হবে কি না? নাকি আবার ওযু করে নামায পড়তে হবে? বিষয়টি বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে এ কারণে ঐ মহিলার ওযু ভাঙবে না। কেননা মহিলাদের সামনের রাস্তা দিয়ে বায়ু নির্গত হলে ওযু নষ্ট হয় না। তাই এক্ষেত্রে পুনরায় ওযু করতে হবে না; বরং ঐ ওযু দিয়েই নামায পড়া সহীহ হবে।

শরহু মুখতাসারিল কারখী ১/৯৬; বাদায়েউস সানায়ে ১/১২১; আলমুহীতুর রাযাবী ১/৮০; আলবাহরুর রায়েক ১/৩০; হালবাতুল মুজাল্লী ১/৩৬০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন