সাজ্জাদ - সিলেট
৬৩৪৭. প্রশ্ন
কিছুদিন আগে আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। কয়েক দিনের চিকিৎসাতেই আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়। কিন্তু অসুস্থতা বেড়েই চলছিল। তখন আমি মান্নত করি যে, এ রোগ থেকে মুক্তি পেলে এক লক্ষ টাকা মাদরাসার গোরাবা ফাণ্ডে দান করব। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। তবে এখনো মান্নতের টাকা দান করা হয়নি। আরো কিছুদিন পর তা দান করার ইচ্ছা। এদিকে আবার আমার সম্পদের যাকাতবর্ষ পূর্ণ হয়েছে। আমার জানার বিষয় হল, আমি কি এক লক্ষ টাকা বাদ দিয়ে বাকি সম্পদের যাকাত দিব, নাকি তা-সহ পুরো সম্পদের যাকাত দিব?
উত্তর
যাকাতের হিসাব থেকে মান্নতের এক লক্ষ টাকা বাদ দেওয়া যাবে না। কেননা অনাদায়ী মান্নতের টাকা যাকাতের হিসাব থেকে বিয়োগ হয় না। সুতরাং আপনি ঐ এক লক্ষ টাকাসহ যাকাতযোগ্য পুরো সম্পদের যাকাত আদায় করবেন।
—আলজামিউল কাবীর, পৃ. ২৪; শরহুল জামিইল কাবীর, আত্তাবী ১/৩৪২; আলমুহীতুর রাযাবী ১/৩৪২; বাদায়েউস সানায়ে ২/৮৬; রদ্দুল মুহতার ২/২৬১